এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে নজির শোয়েবের, শুভেচ্ছা সানিয়ার

Oct 12, 2020, 16:37 PM IST
1/5

৩৮ বছর বয়সেও ব্যাট হাতে ছন্দে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন শোয়েব মালিক।

2/5

বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মারা যা পারেননি তাই করে দেখালেন শোয়েব। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ন্যাশনাল টি-২০ কাপে খাইবার পাকতুনখোয়ার হয়ে বালুচিস্তানের বিরুদ্ধে ৪৪ বলে ৭৪ রান করেন শোয়েব মালিক আর এই ৭৪ রান করার পথেই টি-টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করে ফেলেন তিনি।

3/5

৩৯৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১০০২৭ রান করেছেন শোয়েব মালিক।  

4/5

 টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বাধিক রানের মালিক ক্রিস গেইল। দুই নম্বরে রয়েছেন কায়রন পোলার্ড। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দশ হাজার রান করলেন শোয়েব মালিক।  

5/5

এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়ার সঙ্গে সঙ্গেই শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন স্বামীকে।