Bald Salman Khan: 'মাথা ভরা টাকও দিয়েছে, টাকাও দিয়েছে' সলমানের ছবি দেখে চোখ কপালে ফ্যানেদের

Salman Khan Viral Photo: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সলমান খানের একাধিক ছবি, তবে এই ছবি ঘিরে দুই ভাগে বিভক্ত নেটপাড়া। হৃত্বিক রোশনের সঙ্গে একটি ছবিতে দেখা যাচ্ছে ভাইজানের মাথায় নেই একটিও চুল। এ কী হল সলমানের, নেটপাড়ায় গেল গেল রব। 

| May 16, 2024, 20:32 PM IST
1/7

সলমানের ভাইরাল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সলমান খানের একটি পুরনো ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে সলমানের পাশে দেখা যাচ্ছে হৃত্বিক রোশনকে।     

2/7

সলমানের ভাইরাল ছবি

ডেনিম জ্যাকেটে নিজস্ব স্টাইলেই ফ্রেমবন্দি হয়েছেন সলমান, তবে ছবি দেখে তাজ্জব ফ্যানেরা।  

3/7

সলমানের ভাইরাল ছবি

সেই ছবিতে সকলের নজর কেড়েছেন সলমান কারণ তাঁর মাথায় পুরো ফাঁকা, একটাও চুল নেই।  

4/7

সলমানের ভাইরাল ছবি

সলমানের সেই ছবি দেখে কেউ বলছেন, 'কুল'। কেউ আবার প্রশ্ন তুলছেন, 'তাহলে কি সলমানের মাথায় চুল নেই?'  

5/7

সলমানের ভাইরাল ছবি

কেউ আবার মজা করে বলছেন, ''মাথা ভরা টাকও দিয়েছে, টাকাও দিয়েছে''। সবমিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়া।   

6/7

সলমানের ভাইরাল ছবি

প্রায়শই পুরনো ছবি পোস্ট করে থাকেন অভিনেতা।   

7/7

সলমানের ভাইরাল ছবি

সেই সব ছবিতে নানা ধরনের হেয়ারস্টাইলে দেখা যায় তাঁকে, তবে এই ছবিতে কার্যত অবাক নেটপাড়া।