প্রিয় মাস্টারের শেষকৃত্যে মাস্টার-ব্লাস্টার, সচিনের কাঁধে চেপে অন্তর্লিনে আচরেকর

| Jan 03, 2019, 14:16 PM IST
1/7

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

বুধবার প্রয়াত হয়েছেন সচিন তেণ্ডুলকরের ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। 

2/7

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

বৃহস্পতিবার সকালে আচরেকরের মুম্বইয়ের বাড়িতে আসেন সচিন। প্রিয় মাস্টারের শেষকৃত্যে ছিলেন তিনি। 

3/7

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

প্রিয় শিষ্যের কাঁধে চেপেই অন্তর্লিনে বিলীন হলেন আচরেকর। গুরুর শেষকৃত্যে এসে চোখ ভিজল সচিনের। 

4/7

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

সচিনের জীবনের যে কোনও গুরুত্বপূর্ণ মুহূর্ত পাশে থেকেছেন গুরু আচরেকর। তাঁর চলে যাওয়ায় সচিনের জীবনে যে শূন্যস্থান তৈরি হল তা পূরণ হবার নয়। 

5/7

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

১১ বছর বয়সে দাদা অজিত তেণ্ডুলকর প্রথমবার সচিনকে নিয়ে গিয়েছিলেন আচরেকরের কাছে। মুম্বইয়ের দাদরের শিবাজি পার্কে প্রথম আচরেকরের তত্ত্বাবধানে কোচিং শুরু করেছিলেন মাস্টার ব্লাস্টার।

6/7

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

একটা সময় আচরেকরের স্কুটারে চেপে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ম্যাচ প্র্যাকটিস করতে যেতেন সচিন। ক্রিকেট-ঈশ্বরের জীবনে আচরেকর স্যরের অবদান অনস্বীকার্য। 

7/7

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন তেণ্ডুলকর

সচিন একবার এক সাক্ষাত্কারে বলেছিলেন, ''আচরেকর স্যর কখনও আমার কোনও ইনিংসের প্রশংসা করেননি। উনি ভাবতেন, প্রশংসা করলে যদি আমি পরিশ্রম করা বন্ধ করে দিই!'' সচিনের আত্মজীবনী প্রকাশের দিনে উপস্থিত ছিলেন আচরেকর।