সব থেকে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেলের দাম বাড়িয়ে দিল Royal Enfield

Jan 10, 2021, 14:58 PM IST
1/8

Royal Enfield-এর জনপ্রিয় মডেল ছিল Thunderbird. কিন্তু সেই মডেলের ডিজাইন কিছুটা বজায় রেখে বাজারে এসেছে Meteor 350. এই নতুন মডেল ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।

2/8

সেমি ডিজিটাল ইনন্সট্রুমেন্ট ক্লাস্টার ও কালার টিএফটি ডিসপ্লে এই মডেল এর বিশেষত্ব। ফায়ারবল, স্টেলর ও সুপারনোভা-এই তিনটি ভ্যারিয়েন্টে বাজারে লঞ্চ করেছে Meteor 350.

3/8

গত নভেম্বরে এই মডেল বাজারে এনেছে Royal Enfield. তবে এরই মধ্যে এই মডেল-এর দাম বাড়িয়ে দিল সংস্থাটি।  

4/8

ফায়ারবল, স্টেলর ও সুপারনোভা- তিনটি ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে 1.76 লাখ, 1.81 লাখ ও 1.50 লাখ টাকা (এক্স শোরুম)। 

5/8

তিনটি ভ্যারিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। নতুন দাম যথাক্রমে 1.78 লাখ, 1.84 লাখ ও 1.93 লাখ টাকা (এক্স শোরুম)। 

6/8

ডিসেম্বর মাসেই Royal Enfield জানিয়েছিল, এই মুহূর্তে Meteor 350-এর বিক্রি সব থেকে বেশি। 

7/8

ডিসেম্বর মাসে মোট 68,995টি মোটরসাইকেল বিক্রি করেছে Royal Enfield. তার মধ্যে 63,580টি Meteor 350.

8/8

Royal Enfield দাবি করেছে, Meteor 350-তে ভাইব্রেশন অনেকটাই কম হবে। এছাড়া Thunderbird-এর থেকে এটি বেশি শক্তপোক্ত বলেও সংস্থার তরফে দাবি করা হয়েছে।