ICC World Cup 2019: সেমি-ফাইনালে ২৭ রান করলেই সচিনকে টপকে নয়া রেকর্ডের হাতছানি হিটম্যানের সামনে

| Jul 08, 2019, 18:29 PM IST
1/5

1

২০১৯ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। গ্রুপ লিগে ৯টি ম্যাচের ৮টি ইনিংসে রোহিতের সংগ্রহ ৬৪৭ রান।

2/5

2

ইতিমধ্যেই এক বিশ্বকাপে সর্বাধিক শতরানের মালিক হয়ে গিয়েছেন রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন তিনি।  

3/5

3

বিশ্বকাপে সেঞ্চুরির সংখ্যায় সচিনকে ছুঁয়ে ফেলেছেন হিটম্যান। ১৯৯২ থেকে ২০১১ সাল ৬টি বিশ্বকাপে সচিন ৬টি সেঞ্চুরি করেছেন। যা বিশ্বকাপে কোনও এক ব্যাটসম্যানের সর্বাধিক সেঞ্চুরি। ২০১৫ এবং ২০১৯ দুটি বিশ্বকাপে রোহিতের সেঞ্চুরির সংখ্যা এখন ৬টি, যা সচিনের সমান। সেমি-ফাইনালে সেঞ্চুরি করলেই সচিনকে ছাপিয়ে বিশ্বকাপে সেঞ্চুরির নতুন রেকর্ড  করে ফেলবেন রোহিত।  

4/5

4

সচিন তেন্ডুলকর এক বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন। যা একটি বিশ্বকাপে কোনও ব্যাসটম্যানের সর্বাধিক রান। এখন পর্যন্ত রোহিত শর্মার সংগ্রহ ৬৪৭ রান। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৭ রান করলেই সচিনকে টপকে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটিও নিজের দখলে করে নেবেন রোহিত শর্মা।

5/5

5

আর ২৩ রান করলেই বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করবেন রোহিত শর্মা।