Laxmi Puja 2022 : সিঙ্গাপুরে কোজাগরী লক্ষ্মীপুজোয় সামিল ঋতুপর্ণা সেনগুপ্ত

| Oct 09, 2022, 20:05 PM IST
1/6

সিঙ্গাপুরে কোজাগরী লক্ষ্মীপুজোয় ঋতুপর্ণা

কলকাতায় নেই, তবে তাতে কী! সিঙ্গাপুরেই ধনদেবীর আরাধনা করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে নিজের বাড়িতে নয়, সেখানে বন্ধু পারমিতার বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোয় সামিল হন ঋতুপর্ণা। 

2/6

কলকাতায় থাকলে পুজো করতেন

 ঋতুপর্ণা  Zee ২৪ ঘণ্টাকে জানালেন, কলকাতায় থাকলে তিনি তাঁর শ্বশুরবাড়িতে পুজোর আয়োজন করেন, তবে এবার তিনি কলকাতায় নেই, তাই সিঙ্গাপুরেই কোজাগরী লক্ষ্মীপুজোয় সামিল হয়েছেন। তবে অনুরাগীদের শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী। 

3/6

স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে ঋতুপর্ণা

কোজাগরী লক্ষ্মীপুজোয় অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্বামী  সঞ্জয় চক্রবর্তী।

4/6

বন্ধুর বাড়ির পুজোয় ঋতুপর্ণা

ঋতুপর্ণা জানালেন, এবার দুর্গাপুজোয় তিনি কলকাতাতেই ছিলেন, আর লক্ষ্মীপুজোয় সিঙ্গাপুরে, সেখানকার বাড়িতেও ছোট করে পুজো করেছেন, তবে বন্ধু পারমিতার বাড়িতে বড় করে পুজো হয়, তাই সেখানেই অঞ্জলি দিয়েছেন।

5/6

হোমের তিলক

লক্ষ্মীপুজোয় হোমের পর ঋতুপর্ণার কপালে হোমের তিলক এঁকে দিচ্ছেন পুরোহিত। 

6/6

লক্ষ্মীপুজোয় ঋতুপর্ণার মা

ঋতুপর্ণা জানান, তিনি কলকাতাতে নেই , তবে তাঁর মা বাড়িতে লক্ষ্মীপুজো করেছেন। ছোট থেকেই দেখেছেন ঠাকুমা বাড়িতে লক্ষ্মীপুজো করতেন, আর এখন তাঁর মা সেই রীতে মেনে পুজো করেন।