Ritabhari Chakraborty: চিকিৎসক প্রেমিকের সঙ্গে সম্পর্কে ভাঙন ঋতাভরীর?

Ritabhari Chakraborty Break Up: বলিউড থেকে টলিউড, সর্বত্রই তাঁর বিচরণ। বলিউডের এ স্টার তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে, পাশাপাশি টলিউডেও একের পর এক ছবি রয়েছে তাঁর হাতে। তিনি হলেন ঋতাভরী চক্রবর্তী। মুক্তির অপেক্ষায় তাঁর আগামী ছবি ‘ফাটাফাটি’।

| Apr 27, 2023, 14:41 PM IST
1/10

সম্পর্কে ভাঙন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমের কথা জানিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী।  

2/10

সম্পর্কে ভাঙন!

অভিনেত্রী জানিয়েছিলেন, মনোবিদ ডাঃ তথাগত চট্টোপাধ্যায়ের প্রেমে পড়েছেন নায়িকা। এমনকী একসঙ্গে থাকাও শুরু করেন তাঁরা।  

3/10

সম্পর্কে ভাঙন!

নায়িকা জানিয়েছিলেন, ক্লিনিক উদ্বোধনে তাঁদের প্রথম দেখা। এরপর এক বন্ধুকে ডাক্তার দেখাতে গিয়ে আলাপ পরিচয়। সেখানে থেকেই ধীরে ধীরে একে অপরের কাছে আসেন তাঁরা।    

4/10

সম্পর্কে ভাঙন!

২০২১ সালের মার্চে ঋতাভরীর অস্ত্রোপচার হয়। সেই সময় মানসিক অবসাদের শিকার হয়েছিলেন তিনি। সেই সময় তথাগত সারাক্ষণ তাঁর পাশে ছিলেন বলেই এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ঋতাভরী।   

5/10

সম্পর্কে ভাঙন!

সেই সময় শোনা যায় যে, এই বছরেই বিয়ে করবেন তাঁরা। এমনকী কিছু মাস আগে ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদার বিয়েতেও একসঙ্গে দেখা যায় তাঁদের।  

6/10

সম্পর্কে ভাঙন!

তবে এবার ইন্ডাস্ট্রির ভেতরে জোর গুঞ্জন প্রেম ভেঙেছে ঋতাভরীর। শোনা যাচ্ছে চিকিৎসক প্রেমিকের বাড়ি থেকেও নাকি এই সম্পর্কে রয়েছে আপত্তি।  

7/10

সম্পর্কে ভাঙন!

এছাড়াও দুজনে দুই ধরনের পেশায় ব্যস্ততম, তাই একে অপরকে সময় দিতে না পারার কারণেও সমস্যার সূত্রপাত বলে শোনা যাচ্ছে।  

8/10

সম্পর্কে ভাঙন!

মনোবিদ প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙনের জোর কাণাঘুষো। কারণ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। ঋতাভরীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে উধাও তাঁর সম্পর্ক ঘোষণার পোস্টটিও।  

9/10

সম্পর্কে ভাঙন!

আপাতত ফাটাফাটি ছবির প্রচারে ব্যস্ত ঋতাভরী।  

10/10

সম্পর্কে ভাঙন!

অংশুমান প্রত্যুষের আগামী ছবি ‘আপনজন’-এর শ্যুটিং শুরু করেছেন তিনি। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন জীতু কমলের সঙ্গে।