'পাগলের' মতো ভালবাসতেন, নিতুকে পাওয়ার জন্য ঋষি কি করেন জানেন!

Apr 30, 2020, 14:19 PM IST
1/8

নিউ ইয়র্কে ক্যানসারের চিকিতসা করাতে যাওয়ার সময় ঋষির সঙ্গী হন নিতু। মারণ ব্যাধির চিকিতসার সময় একদিনের জন্যও কখনও একা ছাড়েননি স্বামীকে। সেই নিতুকেই এবার একা রেখে চলে গেলেন ঋষি কাপুর

2/8

ঋষি কাপুরের সঙ্গে নিতু কাপুরের প্রেম বি টাউনে প্রায় সর্বজনবিদিত। বলিউডের যখন নিজের পায়ের তলার মাটি প্রায় শক্ত করে ফেলেছেন ঋষি, সেই সময় একটু একটু করে অভিনয় শুরু করেন নিতু। 

3/8

জহেরিলা ইনসান-এর শ্যুটিংয়ের সময় ঋষি কাপুরের সঙ্গে পরিচয় হয় নিতুর। পরিচয়ের প্রথম পর্বেই নিতুকে তাঁর বেশ পছন্দ হয়ে যায়। কিন্তু ঋষির চেয়ে নিতু প্রায় ৬ বছরের ছোট। ফলে অসম বয়সী প্রেম নিয়ে খুশি ছিলেন না নিতুর মা

4/8

ফলে ঋষি কাপুর যখন নিতুকে প্রথম ভালবাসার প্রস্তাব দেন, তখন জানতে পারেন নিতুর মা। মেয়ে বড্ড ছোট, তাই ঋষিকে খুব একটা পছন্দ ছিল না তাঁর। শুধু তাই নয়, বলিউডে সবে সবে পা তখন রেখেছেন নিতু ফলে অত তাড়াহুড়ো করে মেয়ের বিয়ে দেওয়া ঠিক ধ্বাতস্ত হয়নি অভিনেত্রীর মায়ের 

5/8

ফলে নিতুকে নিয়ে প্রথম ডেটে গেলে, ঋষির সঙ্গে হাজির হন তাঁর হবু স্ত্রীর এক তুতো দাদাও

6/8

নিতুর মায়ের অসুবিধা বুঝতে পারেন ঋষি। সেই কারণেই বিয়ের পর শাশুড়ি মাকে নিয়ে আসেন তাঁদের বাড়িতে। মেয়ের সঙ্গেই যাতে মা থাকতে পারেন, সেই ব্যবস্থাও করে দেন। কারণ তিনিও পাগলের মতো ভালবাসতেন নিতুকে। ফলে নিতুকে ছাড়া চোখে অন্ধকার দেখতেন ঋষি 

7/8

সেই থেকে শুরু। এরপর রিদ্ধিমা এবং রণবীরের জন্মের পর বড় পর্দা থেকে প্রায় নিজেকে সরিয়ে নেন নিতু কাপুর। সামলাতে শুরু করেন তাঁর এবং ঋষির সংসার

8/8

কিন্তু শেষ পর্যায়ে সেই নিতুকেই একা থেকে চলে গেলেন ঋষি কাপুর