1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
6/7
রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবার তরফে আনা অভিযোগ খতিয়ে দেখবে CBI। এবিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব ই-টাইমস কে এবিষয়ে জানান, রিয়ার বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগই প্রমাণ সাপেক্ষ। তবে FIR-এর ভিত্তিতে রিয়াকে প্রয়োজনে CBI গ্রেফতার করার ক্ষমতা রাখে। যদি না কেউ হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, কিংবা সিবিআই কোর্টের তরফে আগাম জামিনের ব্যবস্থা করে রাখেন, সেটা অবশ্য আলাদা।
7/7
এদিকে এই মামলায় সুশান্ত সিং রাজপুতের পরিবারের তরফে নিযুক্ত আইনজীবী বলেন, ''এই মামলায় রিয়ার দুই রূপই প্রকাশ্যে এসে গিয়েছে। গোটা মামলায় রিয়ার আইনজীবী একবারও এই মামলায় CBI-এর হাতে তুলে দেওয়ার জন্য বলেননি। শেষ পর্যন্ত রিয়ার আইনজীবী মুম্বই পুলিসই তদন্ত করবে এমন আবেদন করে গিয়েছেন। এতে রিয়ার বিরুদ্ধে অভিযোগগুলি যে সত্যি সেটাই প্রমাণ হয়।''
photos