1/5
দেশের ইতিহাসে এই প্রথমবার। শ্রীনগরের লালচকে ঐতিহ্যবাহী ক্লক টাওয়ারের(Clock Tower) মাথায় উড়ল তেরঙ্গা। এর আগে প্রজাতন্ত্র দিবস(Republoc Day) বা স্বাধীনতা দিবসে লালচকে জাতীয় পতাকা(National Flag) তোলাকে কেন্দ্র করে একাধিকবার ঝরেছে রক্ত। জম্মু ও কাশ্মীরকে(J&K) কেন্দ্রশাসিত অঞ্চল হিসবে ঘোষণার পর এবার বদলে গেল সেই পরিস্থিতি।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
টাওয়ারের মাথায় তেরঙ্গা উত্তোলনের পর সমাজকর্মী সাহিল বসির বলেন, স্বাধীনতার পর থেকে দেখছি এখান পাকিস্তানের পতাকা ওড়ে। এখানে ৩৭০ ধারা বিলোপের পর অনেক কিছু বদল চোখে পড়ছে। মানুষ জানাতে চাইছিল নয়া কাশ্মীর আসলে কী? আজ যে জাতীয় পতাকা ক্লক টাওয়ারে উড়ল, এটাই নয়া কাশ্মীর। পাকিস্তানি পতাকা আমরা চাই না। চাই শান্তি ও উন্নয়ণ।
5/5
photos