মিলল ছাড়পত্র, ভারতে করোনা চিকিত্সায় ব্যবহার করা যাবে রেমেডেসিভির
Jun 02, 2020, 18:09 PM IST
1/5
করোনাভাইরাস আক্রান্তদের চিকিত্সায় আপদকালীন ক্ষেত্রে (Restricted Emergency Use) প্রয়োগের ছাড়পত্র পেল রেমেডেসিভির। মার্কিন ওষুধ সংস্থা Gilead Sciences-কে রেমেডেসিভির বাজারে আনার অনুমোদন দেওয়া হল।
2/5
রেমেডেসিভির ব্যবহারের ক্ষেত্রে থাকছে নিয়মাবলী। সর্বাধিক পাঁচ দিনের সময়ের মধ্যেই করোনাভাইরাস আক্রান্তের চিকিত্সায় বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই ওষুধ।
photos
TRENDING NOW
3/5
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এর আগেই অ্যান্টি-ভাইরাল মেডিকেশন রেমেডেসিভির-এর বিষয়ে জানিয়েছে। ইবোলার ক্ষেত্রেও চিকিত্সার জন্য ব্যবহার করা হয়েছিল এই অ্যান্টি-ভাইরাল ওষুধ।
4/5
করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে রেমেডেসিভির বাজারে আসার প্রক্রিয়ায় গতি আনা হয়।
5/5
ভারতের দুই বৃহত্ ওষুধ সংস্থা, সিপলা ও হেটেরো ল্যাবস দেশের মাটিতে রেমেডেসিভির তৈরি ও বাজারে আনার অনুমোদন চেয়ে আর্জি করেছে।