বান্ধবগড়ে বাঘের ডেরায় কী ভাবে লুকিয়ে ছিল দু'হাজার বছরের প্রাচীন শহর?
Remains Of 2000-Year-Old Modern Society: সময়টা শ্রীভীমসেন, মহারাজা পথাসিরি এবং মহারাজ ভট্টদেবের আমল। আজ থেকে ২০০০ বছর আগে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর বাঘের ডেরায় কী ভাবে লুকিয়ে ছিল দু'হাজার বছরের প্রাচীন এক শহর! না, কোনও গল্পের শুরু নয়। এ ঘোর বাস্তব। বান্ধবগড় অভয়ারণ্যের নীচে মিলেছে আস্ত এক ‘শহরের’ হদিশ! তা-ও আবার যেমন-তেমন শহর নয়, রীতিমতো আধুনিক শহর। যার বয়স যিশুখ্রিস্টের সমান। অর্থাৎ কিনা দু’হাজার বছরের মতো। সংশ্লিষ্ট মহল বিস্মিত। খুশি দেশবাসীও। এই কারণেই যে, হয়তো নতুন কোনও সভ্যতার কথা জানা যাবে।
1/6
বান্ধবগড়ের টালা রেঞ্জে
2/6
রক পেন্টিংয়ের নিদর্শন
photos
TRENDING NOW
3/6
প্রাকৃতিক গুহা নয়
4/6
জলাধারগুলি
5/6
২৬টি প্রাচীন বৌদ্ধ গুম্ফা
6/6
মিলেছিল ব্রাক্ষ্মী লিপির নিদর্শন
photos