1/5
নিজস্ব প্রতিবেদন: কেজরিওয়াল বলেছিলেন, " সবাই এগিয়ে আসুন, এসে প্লাজমা দান করুন। একজন হিন্দুর গুরুতর অবস্থায় একজন মুসলিমের প্লাজমা বাঁচাতে পারে আবার একজন মুসলিমকে একজন হিন্দুর প্লাজমা বাঁচাতে পারে।" এই ঘোষণার একদিন পরেই তবলিঘি জামাতের সঙ্গে সম্পর্কিত করোনা আক্রান্ত মুসলিমরা জানালেন, তাঁরা প্লাজমা দান করতে রাজি।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
একজন সপ্তাহে সর্বোচ্চ ২ বার প্লাজমা দান করতে পারবেন। এবং সেই ব্যক্তিরা সুস্থ হওয়ার অত্যন্ত ২৮ দিন পরে প্লাজমা দান করতে পারবেন। প্লাজমা ব্যবহারের আগে করোনা প্রদানকারীর ব্যক্তি করোনা পরীক্ষার নেতিবাচক ফল এলেই তারপর তাঁরা প্লাজমা দান করতে পারবেন। একজন ব্যক্তি এক বছরে সর্বোচ্চ ২৪ বার প্লাজমা দান করতে পারবেন।
photos