1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
6/7
CEO জানিয়েছেন, "আমি মনে করি যদি ভারত থেকে কোন গেম তৈরি করতে হয় তবে আমাদের একটি ভারতীয় থিমের উপর ভিত্তি করেই তৈরি করা যথাযথ। তাহলে গেম খেলার সময় গেমারদের অনুভূতি দৃঢ় হবে। এই মুহূর্তে সীমান্তে সবচেয়ে বড় ঘটনা গালওয়ানে দেখেছি। সেখানে দেখেছি কীভাবে সীমান্তবর্তী চুক্তি লঙ্ঘন করে লোহার রড, কাঁটাতার জড়ানো ব্যাট দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ করে ভারতেরও বীর সেনাদের প্রাণ নেয় চিনের সেনারা, তাই সেই যুদ্ধের পরিবেশকেই রাখা হয়েছে Fearless and United Guards (FAU-G)র প্রথমধাপে।"
7/7
প্রসঙ্গত, অক্ষয় কুমার (Akhsay Kumar) 'দেশি পাবজির' লিঙ্ক শেয়ার করেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই FAU-G-র লিঙ্ক শেয়ার করে অনুরাগীদের চমকে দেন আক্কি। PUBG -র বিকল্প হিসেবেই দেশীয় গেম FAU-G লঞ্চ করা হল জানান অক্ষয় কুমার। প্রজাতন্ত্র (Republic Day) দিবসে ওই অ্যাপ লঞ্চের পর থেকে, এবার তা সরাসরি ডাউনলোড করা যাবে বলে জানানো হয়েছে। গুগল প্লে স্টোরে গিয়েই এবার থেকে FAU-G ডাউনলোড করা যাবে।
photos