করিম বেঞ্জেমার জোড়া গোলে রেকর্ড ৩৪ বার লা লিগা জয় রিয়াল মাদ্রিদের। এক ম্যাচ বাকি থাকতেই দুই মরশুম পর লা লিগা খেতাব ঘরে তুলল জিনেদিন জিদানের দল।
2/5
করোনা পরবর্তী সময়ে জুন মাসে মাঠে ফেরার পর টানা ১০ ম্যাচ জিতল রিয়াল। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ভিয়া রিয়ালকে ২-১ গোলে হারিয়ে খেতাব জয় নিশ্চিত করেন করিম বেঞ্জামারা।
photos
TRENDING NOW
3/5
২০১৬-১৭ মরশুমের পর লা লিগা খেতাব জিতল রিয়াল। কোচ হিসেবে দ্বিতীয় বার লা লিগা খেতাব জিতলেন জিনেদিন জিদান।
4/5
ভারতে স্প্যানিশ লা লিগার জয়প্রিয়তা বেশ রয়েছে। ভারতে লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসডর টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা।
5/5
লিগ জেতায় রিয়াল মাদ্রিদ ফ্যান রোহিত শর্মা স্বাভাবিকভাবেই বেশ খুশি। রিয়ালের জার্সি পড়ে একটা ছবি পোস্ট করে টুইটে তিনি লেখেন, "ঝুলিতে আরও একটা ট্রফি। এই কঠিন সময়ে রিয়াল মাদ্রিদ একটা দল হিসেবে খেলেছে। অভিনন্দন! অবশেষে এই বছরে ভালো কিছু খবর এল। যার মারাত্মক অভাব এবছর রয়েছে... #নং৩৪ #হালামাদ্রিদ "