Omicron: অনেক পেছনে ডেল্টা ভ্যারিয়েন্ট, ফের ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহু গুন বেশি

Dec 18, 2021, 17:03 PM IST
1/6

ব্রিটেনে ফের লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ এর বাড়বাড়ন্ত। সঙ্গে যোগ হয়েছে ওমিক্রনের সংক্রমণ। এর মধ্যে ব্রিটেনের চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন সংক্রান্ত এক গবেষণা।

2/6

বহু সমীক্ষাতে বলা হচ্ছে ওমিক্রনের সংক্রমণে রোগের উপসর্গ হয় খুব মৃদু। অন্য একটি গবেষণায় বলা হচ্ছে ওমিক্রন যে কম প্রাণঘাতী তা এখনও প্রমাণ হয়নি।

3/6

এদিকে, লন্ডনের ইম্পিরিয়াল কলেজের এক গবেষণা বলছে একেবারে অন্য কথা। সেখানে বলা হচ্ছে, ওমিক্রনে নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে ৫.৪ গুন বেশি।

4/6

ওই গবেষণায় বলা হয়েছে,  একদিকে ১,৯৬,৪৬৩ জন এবং অন্যদিকে ১১,৩২৯ জনের উপরে ওই সমীক্ষা করা হয়। এক্ষেত্রে দেখা গিয়েছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা অনেকগুন বেশি।

5/6

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বরের পর দেখা যাচ্ছে ব্রিটেনে করোনা আক্রান্তদের মধ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা প্রতি ২ দিন অন্তর লাফিয়ে বাড়ছে। সংক্রমণের হার প্রায় তিনগুন বেশি।

6/6

প্রসঙ্গত, ব্রিটেনে ওমিক্রন সংক্রমণ ছড়ানোর আগে মানুষদের দেহে ফের একবার করোনা সংক্রমণের হাত থেকে সুরক্ষিত ছিলেন ৮৫ শতাংশ মানুষ। এমনটাই দাবি ছিল স্বাস্থ্যকর্মীদের। এবার সেই ধারনা একেবারেই পাল্টে দিতে চলেছে ওমিক্রন।