Rashtrapati Bhavan: মোদী জমানায় এবার রাষ্ট্রপতি ভবনে ঐতিহাসিক দু'টি হলের নাম বদল!

Jul 25, 2024, 17:42 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গণতন্ত্র মণ্ডপ আর অশোক মণ্ডপ। মোদী জমানায় এবার বদলে গেল রাষ্ট্রপতি ভবনের ঐতিহাসিক দরবার হলের নাম। বাদ গেল না অশোক হলও।

2/7

 রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণের মতো জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এই দরবার হলে। 

3/7

অশোক হল আসলে ছিল বলরুম বা নৃত্যশালা। এখন অবশ্য সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়।

4/7

রাষ্ট্রপতি ভবনের সেই ঐতিহাসিক দুটি হলের নাম বদলে দিল মোদী সরকার। সরকারি বিবৃতিতে উল্লেখ, 'দরবার' শব্দের অর্থ কোর্ট বা শাসকদের জমায়েত। । স্বাধীনতার পর এই 'দরবার' শব্দটির আর কোনও প্রাসঙ্গিকতা নেই। কারণ, ভারত এখন গণতান্ত্রিক রাষ্ট্র। 

5/7

বিবৃতি বলা হয়েছে,  'প্রাচীনকাল থেকে ভারতীয় সমাজে গণতন্ত্রের ধারনা প্রতিষ্ঠিত। সেকারণে দরবার হল নয়, বরং গণতন্ত্র মণ্ডপ নামটিই যথার্থ'।

6/7

অশোক হলের নামে 'অশোক' শব্দটি অবশ্য থাকছে। তবে 'হলে'র বদলে এবার 'মণ্ডপ'। সরকারের বিবৃতি, 'অশোকের মূল্যবোধ অক্ষুন্ন রেখে ভাষাগত ঐক্য তুলতে ধরতে ও ইংরেজির ছোঁয়া দূর করতেই এই সিদ্ধান্ত'।

7/7

বিবৃতিতে বলা হয়েছে, 'অশোক বলতে এমন এক মানুষকে বোঝায়, যিনি সমস্ত কষ্ট থেকে মুক্ত। আবার অশোক মানে সম্রাট অশোক। যিনি ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক। জাতীয় পতাকায় অশোকস্তম্ভ রয়েছে। ভারতীয় সংস্কৃতিকে অশোক গাছে গুরুত্বও অপরিসীম'।