খানেদের জমানা কি শেষ? সিম্বার গর্জনে কাঁপছে বক্সঅফিস

Jan 03, 2019, 22:36 PM IST
1/8

আরও একটা ছবি থেকে একশো কোটি কামালেন পরিচালক রোহিত শেট্টি। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি এই ছবি দেড়শো কোটির দিকে এগিয়ে চলেছে। আর সেই সঙ্গে 'মাস এন্টারটেনার' হিসেবে আত্মপ্রকাশ ঘটল রণবীর সিংয়ের।    

2/8

প্রথম দিনেই ২০.৭২ কোটি দিয়ে শুরু হয়েছে সিম্বার দৌড়। রণবীর সিংয়ের কেরিয়ারে এটাই সর্বোচ্চ ওপেনিং। পদ্মাবতের পর সিম্বা- ক্রমশই বলিউডে জাঁকিয়ে বসছেন রণবীর সিং। 

3/8

তেলেগু ছবি 'টেম্পার' ছবির কাহিনি নিয়ে সিম্বা তৈরি হলেও রণবীরকে দেখতে হলে ভিড় জমিয়েছেন দর্শকরা। বলে রাখি, বলিউডের 'মাস এন্টারটেনার' ছবিতে অভিষেক ঘটল রণবীরের। তাঁকে নেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা। 

4/8

ডিসেম্বরের শুরুতেই রিলিজ করেছিল সারা খানের কেদারনাথ। শেষে এল সিম্বা। দুটি ছবিই পার করেছে ১০০ কোটির ঘর। 

5/8

ওদিকে পরিচালক রোহিত শেট্টিও রেকর্ড গড়ে ফেলেছেন। বলিউডের প্রথম পরিচালক হিসেবে পরপর আটটি একশো কোটির আয়ের ছবি উপহার দিলেন তিনি।

6/8

ফিল্ম সমালোচক তরণ আদর্শের কথায়, নব বর্ষ উদযাপন শেষ হলেও বক্সঅফিসের কামাইয়ে ঘাটতি নেই সিম্বার। 

7/8

শুক্রবার- ২০.৭২ কোটি। শনিবার-২৩.৩৩ কোটি। রবিবার- ৩১.০৬ কোটি। সোমবার-২১.২৪ কোটি। মঙ্গলবার-২৮.১৯ কোটি। বুধবার- ১৪.৪৯ কোটি। সবমিলিয়ে ছবিটি কামিয়েছে ১৩৯.০৯ কোটি টাকা। 

8/8

বলিউডে তিন খানের ছবিই ২০১৮ সালের তেমন ব্যবসা করতে পারেনি, সেই জায়গায় দারুণভাবে উঠে আসছেন 'সিম্বা' রণবীর। প্রশ্ন উঠছে, মাস এন্টারটেনার ছবিতেও কি এবার দাপিয়ে বসতে চলেছেন দীপিকার স্বামী?