1/9
2/9
photos
TRENDING NOW
3/9
4/9
রামমোহনের প্রথম-পর্বের জীবনে তাঁর বিশিষ্ট ধর্মচিন্তার তেমন চিহ্ন দেখা যায়নি। তবে ভাবনার দিক থেকে তিনি একেশ্বরবাদীই ছিলেন। কিন্তু কলকাতাবাস-পর্বেই তিনি ভাবলেন ধর্মসংস্কারের প্রয়োজন আছে। এরই ফলশ্রুতি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা। তবে তার আগে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। সেখানে আগতদের মধ্যে একটু মতভেদ তৈরি হতে রামমোহন ব্রাহ্ম সমাজ গড়লেন। সেটা ১৮২৮ সালের ২০ অগস্ট। তিনি তাঁর ব্রাহ্ম ধর্মের ভাবনা রচনা করেন। সব চেয়ে আশ্চর্যের, এই সময়ে তাঁর ভেতর থেকে কবি-মানুষটি বেরিয়ে আসেন। তিনি রচনা করেন কতগুলি ব্রহ্মসঙ্গীতও।
5/9
6/9
7/9
8/9
9/9
photos