১৪৬ কেজি ওজনের ক্রিকেটারের ভারে চাপা পড়ে গেল আফগানিস্তান

Nov 27, 2019, 18:11 PM IST
1/5

কর্নওয়ালে কাবু আফগানরা

কর্নওয়ালে কাবু আফগানরা

১৪৬ কেজি ওজন নিয়ে তিনি যখন ক্রিকেট খেলতে নেমেছিলেন তখন অনেকেই তাঁকে হেয় করেছিলেন। কিন্তু নির্বাচকরা তাঁর উপর আস্থা হারাননি। নির্বাচকদের সেই ভরসার মূল্য দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রাখিম কর্নওয়াল।

2/5

কর্নওয়ালে কাবু আফগানরা

কর্নওয়ালে কাবু আফগানরা

কর্নওয়ালের দাপটে লখনৌতে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৮৭ রানে আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে গিয়েছে। কর্নওয়াল একাই পেয়েছেন সাতটি উইকেট। 

3/5

কর্নওয়ালে কাবু আফগানরা

কর্নওয়ালে কাবু আফগানরা

অফ ব্রেক বোলার। কর্নওয়াল আবার ব্যাটিং করতে পারেন ভালমতো। ভারি শরীর বলে তিনি শুধুমাত্র স্লিপে দাঁড়িয়ে থাকার ক্রিকেটার নন। রীতিমতো পরিশ্রম করেন। 

4/5

কর্নওয়ালে কাবু আফগানরা

কর্নওয়ালে কাবু আফগানরা

ছয় ফুট চার ইঞ্চি উচ্চতা কর্নওয়ালের। গত আগস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টের দুই ইনিংসে ৬৪ ওভার বল করেছিলেন। এদিনও ২৫ ওভার বোলিং করেছেন। 

5/5

কর্নওয়ালে কাবু আফগানরা

কর্নওয়ালে কাবু আফগানরা

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার জাভেদ আহমেদি। আফসার জাজাই ৩২ ও আমির হামজা ৩৪ রান করে দলকে কোনওমতে সম্মানজনক জায়গায় দাঁড় করান। কর্নওয়াল এদিন পাঁচটি মেডেন ওভার করেছেন।