WB Weather Update: এখনই কাটছে না দুর্যোগ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের অধিকাংশ জেলায়

Oct 05, 2023, 08:34 AM IST
1/6

দিনের অধিকাংশ সময়েই আকাশ কালো। মাঝে মঝেই ঝোঁপে বৃষ্টি চলছে রাজ্যের অধিকাংশ জায়গায়। তার মধ্যেই খারাপ খবর হল, ছত্তীসগড় সংলগ্ন এলাকা থেকে ইউ টার্ন নিয়ে নিম্নচাপ ঝাড়খণ্ড হয়ে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তা চলেছে বাংলাদেশের দিকে। আপাতত তা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী দু দিনে এটি বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে। সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। -তথ্য-অয়ন ঘোষাল

2/6

বর্ষা বিদায় রেখা গুলমার্গ ধর্মশালা মুক্তেশ্বর পিলভিট ইন্দোর এবং বরোদা হয়ে পোরবন্দর পর্যন্ত বিস্তৃত। আগামী তিন চার দিনে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য থেকে এবং গুজরাট এর কিছু অংশ মধ্যপ্রদেশের কিছু অংশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নেবে। জম্মু-কাশ্মীর উত্তরাখন্ড হিমাচল প্রদেশ এবং গুজরাটের বাকি অংশ থেকে আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে। উত্তর প্রদেশের পূর্বভাগ এবং মধ্যপ্রদেশের পূর্বভাগ ও মহারাষ্ট্রের কিছু অংশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হচ্ছে। -তথ্য-অয়ন ঘোষাল

3/6

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা। পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার হাওয়া বদল। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কাল সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বিকেলের দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি। শনিবার সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা। -তথ্য-অয়ন ঘোষাল  

4/6

উত্তরবঙ্গে আজ প্রবল বৃষ্টির লাল সতর্কতা। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা । বৃষ্টির স্পেল শনি রবিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গে। আজ প্রবল বৃষ্টির আশঙ্কায় আবহাওয়া দপ্তরের লাল সর্তকতা কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলায়। জলপাইগুড়ি জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। কালিম্পং এও অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। কাল ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলাতে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। -তথ্য-অয়ন ঘোষাল

5/6

ফ্লাশ ফ্লাড এর আশঙ্কা উত্তরবঙ্গে। ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার প্রবণতা সবথেকে বেশি। নদীর জলস্তর বাড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গ দুইবঙ্গেই। নিচু এলাকায় জল জমতে পারে। নদীর প্লাবনের সম্ভাবনা রয়েছে। শষ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা। -তথ্য-অয়ন ঘোষাল

6/6

বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। শুক্রবার বেলার দিকে আংশিক মেঘলা আকাশ ; কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। -তথ্য-অয়ন ঘোষাল