কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টি-ভোগান্তি? জানিয়ে দিল আবহাওয়া দফতর

Aug 01, 2018, 17:41 PM IST
1/9

PIC 2

টানা 8 দিন সূর্যের দেখা মিলল না দক্ষিণ বঙ্গে। আবহাওয়া দফতর বলছে,  ২০ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ৬ ঘণ্টা ৪৮ মিনিট উজ্জ্বল সূর্যের  দেখা মিলেছিল।

2/9

PIC3

মৌসমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে।

3/9

PIC4

পূর্ব উত্তরপ্রদেশের ওপর মঙ্গলবারের নিম্নচাপ এখনও বিরাজ করছে।

4/9

Pic 5

মৌসুমী অক্ষরেখা এই নিম্নচাপের কেন্দ্র থেকে পাটনা শ্রীনিকেতন মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত।

5/9

PIC6

সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘূর্ণাবর্ত, যেটি বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর বিরাজ করছে। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।

6/9

PIC7

 আগামী ৪৮ ঘণ্টায় বেশি বৃষ্টি হবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে।

7/9

PIC8

কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে, চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

8/9

PIC9

৩ তারিখ অর্থাত্ শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

9/9

Pic 10

বুধবার দিনভর বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের। অফিস টাইমে যানজটের শিকার হতে হয় প্রত্যেককে।