রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, রবিবার থেকে আবহাওয়ার ব্য়াপক পরিবর্বতন

Nov 20, 2020, 09:53 AM IST
1/5

অয়ন ঘোষাল: শীত কড়া নাড়ছে দোরগোড়ায়। তার আগে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আজ ও কাল আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। পূবালী হাওয়ার প্রভাব কমবে। বাড়বে উত্তুরে হাওয়ার প্রভাব। আগামী সপ্তাহে ৫ ডিগ্রি পারদ পতন হতে পারে কলকাতায়। জেলায় জেলায় শীতের কাঁপুনি আসতে পারে।    

2/5

আজ কলকাতায় স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।  বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।    

3/5

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   

4/5

রবিবার জম্বু ও কাশ্মীরের ঢুকছে নতুন করে পশ্চিমীঝঞ্ঝা। এর প্রভাবে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে আগামী তিনদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে অর্থাৎ শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে মধ্য ভারতের রাজ্যগুলিতে। রবিবার থেকে তাপমাত্রা নামতে শুরু হবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে।   

5/5

আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে নাগাল্যান্ড, মণিপুর মিজোরাম, ত্রিপুরাতে। অরুণাচল, আসাম, মেঘালয়ে শিলা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে। আরবসাগরে নিম্নচাপ একই সঙ্গে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব এবং পূবালী হাওয়ার দাপটে আন্দামান-নিকোবর, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, কেরালায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।