বদলাবে না পরিস্থিতি, অগাস্ট মাসের বাকি দিনগুলির জন্য বিশেষ সতর্কতা আবহাওয়া দফতরের!

Aug 20, 2020, 09:27 AM IST
1/4

ফাইল চিত্র

একটি নিম্নচাপ ইতিমধ্যেই মৌসুমী বায়ুকে সক্রিয় করেছে। আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে ২৩ তারিখ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর। মৌসুমী অক্ষরেখার আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এই অবস্থান করছে।

2/4

ফাইল চিত্র

বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

3/4

ফাইল চিত্র

 ২০-২৫ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

4/4

ফাইল চিত্র

দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে অতি ভারি বৃষ্টির সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলোচ্ছ্বাসের সম্ভাবনা এবং শহরাঞ্চল কলকাতা ও সুন্দরবন জলমগ্ন হওয়ার সম্ভাবনা।