Railway Track on Moon: অচিরেই চাঁদের মাটিতে ছুটবে ট্রেন! কোমর বেঁধে নেমে পড়েছে নাসা...
Railway Track on Moon: চাঁদে মানুষ যাচ্ছে, চাঁদ নিয়ে নানা পরীক্ষা-গবেষণা হচ্ছে। এবার জানা গেল এক আশ্চর্য কথা! এবার ট্রেন চলবে চাঁদে! না, কল্পবিজ্ঞান নয়, ঘোর বাস্তব।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাঁদ নিয়ে আমাদের কল্পনার কোনও শেষ নেই। তবে চাঁদ এখন আর নিছক রূপকথার বিষয় হয়ে নেই। চাঁদ এখন বেশ বাস্তব। চাঁদে মানুষ যাচ্ছে, চাঁদ নিয়ে নানা পরীক্ষা-গবেষণা হচ্ছে। এবার জানা গেল এক আশ্চর্য কথা! এবার ট্রেন চলবে চাঁদে! না, কল্পবিজ্ঞান নয়, ঘোর বাস্তব। নাসা বলছে, এর মূল উদ্দেশ্য হবে চাঁদের সেই জায়গাগুলিতে পরিবহণ পরিষেবা দেওয়া, যেখানে নভোচারীরা সক্রিয়। চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন এলাকার মাটি ও অন্যান্য উপকরণ বহন করার কাজও করবে এই রেল।
photos
TRENDING NOW
3/7
ফ্লোট
4/7
নভোচারীদের পক্ষে দারুণ
5/7
উড়ন্ত ট্রেন
7/7
ইনোভেটিভ অ্যাডভান্সড কনসেপ্টস
photos