'হেরিটেজ লুক'-এ মোদীর স্মৃতি বিজড়িত Vadnagar স্টেশন, ছবি শেয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী

Jul 17, 2021, 19:44 PM IST
1/5

গুজরাটের মেহসানা জেলায় ভডনগর স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রীর ছোটবেলার স্মৃতি। সেই স্টেশনটি মেরামত করে দেওয়া হল নতুন লুক। শুক্রবার ভার্চুয়ালি সেই নব নির্মিত স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2/5

এই ভডনগর স্টেশনেই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিতা দামোদর দাসের একটি চায়ের স্টল। ছোটবেলায় সেই স্টলে কাজও করেছেন নরেন্দ্র মোদী। 

3/5

শুক্রবার ওই স্টেশনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ভডনগর স্টেশনের সঙ্গে আমার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। একবার নিজে গিয়ে নতুন স্টেশন দেখে আসব।

4/5

ভডনগর স্টেশনের সেই 'হেরিটেজ লুক' সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী প্রতিমন্ত্রী দর্শনা জারদোস।  

5/5

টানা ২ বছরের চেষ্টায় নতুন রূপ দেওয়া হয়েছে ভডনগর স্টেশনটিকে। এটিকে সাজানো হয়েছে দামী পাথর দিয়ে। তৈরি হয়েছে ফুট ওভারব্রিজ, নতুন ওয়েটিং রুম, ক্যাফে, টয়লেট।