পুলওয়ামায় জঙ্গি হামলা:পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়াল রিলায়েন্স

| Feb 18, 2019, 11:36 AM IST
1/4

1

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানার পর থেকে রাগে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে ভারতীয় জনগণ। এরই মাঝে শুরু হয়ে গিয়েছে পাকিস্তান প্রিমিয়র লিগ।  

2/4

2

জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভারতের রিলায়েন্স গোষ্ঠী। পিএসএল-এর কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলি সম্প্রচারের সত্ত্ব কিনেছিল রিলায়েন্স।

3/4

3

পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে এই মুহূর্তে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শেষপর্যন্ত পিএসএল-এর সম্প্রচারের দায়িত্ব থেকে সরে দাঁড়াল আইএমজি-রিলায়েন্স। রবিবারই একথা জানায় রিলায়েন্স গোষ্ঠী।

4/4

4

পিএসএলের ভারতে সম্প্রচারের দায়িত্বে ছিল ডি স্পোর্টস৷ শনিবার থেকেই ভারতে পাকিস্তান সুপার লিগ সম্প্রচার বয়কট করেছে ভারতীয় স্পোর্টস চ্যানেলটিও৷