পুলওয়ামা হামলা: আরডিএক্স নয়, সার তৈরির রাসায়নিক ব্যবহার করেছিল জইশ

Feb 15, 2019, 18:21 PM IST
1/6

পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে হামলার ঘটনায় ব্যবহার করা হয়নি আরডিএক্স। নিরাপত্তার বেড়াজাল এড়াতেই এমনটা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা।

2/6

প্রাথমিক তদন্তে ধারনা, সার তৈরির রাসায়নিক ব্যবহার করেছে জঙ্গিরা। পেরেক ও লোহার টুকরো ব্যবহার করা হয়েছে। 

3/6

পঞ্জাব ও হরিয়ানায় বিক্রি হয়েছে সার তৈরির রাসায়নিক। ফলে এটি সহজলভ্য। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূরেও শোনা গিয়েছে শব্দ। 

4/6

এদিন ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করেছে এনআইএ ও এনএসজি-র বিশেষজ্ঞ দল। বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। 

5/6

মনে করা হচ্ছে, আরডিএক্স জাতীয় বিস্ফোরক বাইরে থেকে আনলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আর সে কারণেই ব্যবহার করা হয়েছিল সার তৈরির রাসায়নিক।

6/6

বৃহস্পতিবার পুলওয়ামায় সেনা কনভয়ে গাড়ি নিয়ে হামলা চালায় জইশ-এ-মহম্মদের জঙ্গি আদিত। ঘটনায় শহিদ হয়েছেন ৪৪জন জওয়ান।