1/5
2/5
Pulsar NS 125-এর লুকসে Pulsar NS 160-এর প্রভাব রয়েছে। তার সঙ্গে পুরানো Pulsar LS 125-এর বডির ডিজাইনের সঙ্গে মিলও পাওয়া যাচ্ছে। থাকছে 'V' শেপের LED হেডলাইট। ফুয়েল ট্যাঙ্কের পাশে বিকিনি ফেয়ারিং থাকছে বাইকে। আন্তর্জাতিক বাজারে ক্লিপ-অন হ্যান্ডেল মিললেও ভারতে দাম কম রাখতে সেই ফিচার না থাকারই সম্ভাবনা বেশি।
photos
TRENDING NOW
3/5
থাকছে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। Pulsar LS 125-এ থাকছে ১২৪.৫ সিসির ইঞ্জিন। মিলবে 13 BHP এবং 11 NM টর্ক। প্রসঙ্গত, Bajaj-এর অন্য বাইক Bajaj Discover 125-এও এই একই ইঞ্জিন থাকে। তবে, ডিসকভারের ক্ষেত্রে থাকে 10 BHP এবং 11 NM টর্ক। থাকছে ফাইভ স্পিড গিয়ার বক্স। ফুয়েল ইঞ্জেকশনও থাকছে Pulsar LS 125-এ। সর্বোচ্চ গতিবেগ: ১০০ কিমি/ঘন্টা ০-৬০ কিমি/ঘন্টা: ৬.৫ সেকেন্ড মাইলেজ: ৬০ কিমি/লিটার
4/5
5/5
photos