প্রাপ্য এরিয়ারের মেটানোর দাবিতে আন্দোলনে অধ্যাপকরা, বয়কট করলেন ক্লাস

Nov 19, 2019, 14:59 PM IST
1/8

শ্রেয়সী গঙ্গোপাধ্যায় : প্রাপ্য এরিয়ার মিটিয়ে দেওয়ার দাবিতে যাদবপুর, কলকাতা, রবীন্দ্রভারতী, আলিয়া বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল ও বুধবার ক্লাস বয়কটের ডাক দিয়েছেন অধ্যাপকরা।  

2/8

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ২০২০ থেকে অধ্যাপকদের ইউজিসির সপ্তম পে-স্কেল অনুসারে বেতন দেওয়া হবে। (যাদবপুর বিশ্ববিদ্যালয়)  

3/8

কিন্তু অধ্যাপকদের বক্তব্য, এই পে-স্কেলটি তাঁদের ২০১৬ থেকে পাওয়ার কথা। তাই ২০১৬ থেকে ২০১৯, এই চার বছরের এরিয়ার তাদের দিতে হবে। (যাদবপুর বিশ্ববিদ্যালয়)

4/8

অধ্যাপকদের অভিযোগ, এই দাবিতে তাঁরা মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন। কিন্তু কোনও ফল হয়নি। তাই বাধ্য হয়েই দুদিনের কর্মবিরতির ডাক দিয়েছে।

5/8

এরপর ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। তারমধ্যেও যদি সরকারের কাছ থেকে কোনও উত্তর পাওয়া না যায়, তাহলে জানুয়ারি মাসে আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী অধ্যাপকরা।

6/8

আজ ও কাল রাজ্যজুড়ে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মবিরতির ডাক দিয়েছে অধ্যাপকদের বিভিন্ন সংগঠন।

7/8

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে চোখে পড়ে ফাঁকা ক্লাসরুমের ছবি। ফাঁকা প্রফেসর ডেস্ক, ফাঁকা বেঞ্চ।

8/8

শুধু কলকাতার কলেজ-বিশ্ববিদ্যালয় নয়, জেলাতেও একইরকমভাবে ক্লাস বয়কট করছেন অধ্যাপকরা।