Priyanka Chopra: একটু উষ্ণতার জন্য! স্পেনের মাঝসমুদ্রে সুইম স্যুটে লাস্যময়ী প্রিয়াঙ্কা

Oct 07, 2021, 15:03 PM IST
1/9

উষ্ণ অভ্যর্থনা

Hot Priyanka

নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন ধরেই ইউরোপে শুট করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরই মাঝে মাঝে নিজের ছুটির দিনে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। বুধবার সেরকমই একটি ছুটির দিন কাটালেন মাঝ সমুদ্রে।  

2/9

জলকেলি

Water Baby

বোটে করে ঘুরে বেড়ালেন স্পেনের মাঝ সমুদ্রে। শুধু বোটে চেপে ঘোরাঘুরি নয়, সমুদ্রে জলকেলিতে মেতেছিলেন  প্রিয়াঙ্কা। 

3/9

খুশির তুফান

Happy Girls

ঘোরাঘুরির মাঝেই জমিয়ে চলল ফটোশুট। ছবি দেখেই বোঝা যাচ্ছে বেশ খোশমেজাজে ছিলেন অভিনেতা। 

4/9

মায়ের সঙ্গে

With Mother

তবে এদিন আর সঙ্গে নিক নয়, মায়ের সঙ্গে একান্ত সময় কাটালেন প্রিয়াঙ্কা। 

5/9

আদুরে দিন

Dog Lover

বরাবরই চারপেয়েদের ভালোবাসেন প্রিয়াঙ্কা। এখানে সে তাঁর সঙ্গী। প্রিয়াঙ্কার কোলে মজায় আদর খেতে দেখা গেল তাঁর পোষ্যকে। 

6/9

আড্ডা গল্প

Get Together

শুধু মা মধু চোপড়াই নন, এদিন পিগি চোপসের সঙ্গী ছিলেন তাঁর দুই বন্ধু। 

7/9

বিকিনি বেবি

Bikini Baby

হলুদ মনোকিনির পাশাপাশি লাল বিকিনিতেও উত্তাপ ছড়ালেন লাস্যময়ী নায়িকা। ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি 

8/9

হাস্যে লাস্যে

Smiling Face

কথায় বলে মেয়েরা যখন হাসে তখনই তাদের সবচেয়ে সুন্দরী লাগে, প্রিয়াঙ্কার ছবি যেন সেই প্রবাদেরই প্রমাণ। 

9/9

নীল নির্জনে

In Spain

মাঝ সমুদ্রে স্পিড বোর্ড চালালেন নায়িকা নিজেই।