JNU নিয়ে নীরব, নিকের হাত ধরে প্রিয়াঙ্কা গেলেন ডিনার ডেটে

Jan 08, 2020, 13:34 PM IST
1/5

২০১৮ সালের ডিসেম্বরে রাজস্থানের উমেদ ভবনে নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমে খ্রিস্টান এবং পরে হিন্দু মতে বিয়ে সারেন বলিউডের এই অভিনেত্রী। বিয়ের পর কখনও ভারতে আবার কখনও মার্কিন মুলুকে সময় কাটাচ্ছেন পিগি। সেই সঙ্গে ইউনিসেফের গুডইউল অ্যাম্বাসাডার হয়ে বিশেষ বিশেষ বিষয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। কিন্তু জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষকদের উপর হামলার ঘটনায় একনও চুপ করেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া 

2/5

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রিয়াঙ্কা কেন কিছু বলছেন না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এমনকী, নিকের সঙ্গে বিয়ের পর প্রিয়াঙ্কা কি এখনও পর্যন্ত ভারতীয় আছেন, সে বিষয়েও উঠতে শুরু করে প্রশ্ন

3/5

যদিও নেটিজেনরা যা-ই বলুন না কেন, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রবিবার রাতের ঘটনায় মুখে কুলুপ এঁটেই রয়েছেন পিগি। এমনকী, ওই রাতে গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে হাজির হন ভারতীয় অভিনেত্রী। গোলাপি রঙের পোশাক পরে নিকের হাত ধরে গোল্ডেন গ্লোবের রেট কার্পেটে হাঁটতে দেখা যায় নিক ঘরণীকে

4/5

নিক, প্রিয়াঙ্কার ওই ছবি প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা শুরু হয়। দেশের সমবাদমাধ্যমগুলিতে যখন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে জোর তোলপাড় চলছে, সেই সময় পিগি কীভাবে চুপ রয়েছেন বলে করা হয় প্রশ্ন

5/5

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সমর্থন, অসমর্থন সমস্ত বিতর্ককে পিছনে ফেলে নিকের হাত ধরে গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানের পর ডিনার ডেটে হাজির হন পিগি। বিতর্কিত বিষয়ে মুখে কুলুপ এঁটেই অভিনেত্রীকে চুপচাপ নিজের কাজ করে যেতেই দেখা যাচ্ছে