অভিষেকেই ম্যান অব দ্য সিরিজ! পৃথ্বি শ ছুঁলেন সৌরভকেও

Oct 15, 2018, 10:43 AM IST
1/10

অভিষেক টেস্টে শতরান এবং একই সিরিজের ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জিতে নিলেন ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি পৃথ্বি শ। উইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে অভিষেক টেস্টেই শতরান। আর দুই টেস্টের সিরিজে মোট ২৩৭ রান, এই পারফরম্যান্সই পৃথ্বির হাতে উঠেছে ম্যান অব দ্য সিরিজ শিরোপা।

2/10

উল্লেখ্য, অতীতে এই নজির গড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ১৯৯৬ সালে লর্ডসে অভিষেক টেস্টেই শতরান। ওই সিরিজের ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন তিনি। জানেন, অভিষেকেই ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন আর কেন কোন ক্রিকেটার?

3/10

মেহেদি হাসান (বনাম ইংল্যান্ড, ২০১৬)

4/10

রোহিত শর্মা (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৩)

5/10

জেমস পেটিনসন (বনাম নিউ জিল্যান্ড, ২০১১)

6/10

ভেরন ফিলান্ডার (বনাম অস্ট্রেলিয়া, ২০১১)

7/10

রবিচন্দ্রন অশ্বিন (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১১)

8/10

অজন্তা মেন্ডিস (বনাম ভারত, ২০০৮)

9/10

স্টুয়ার্ট ক্লার্ক (বনাম দক্ষিণ আফ্রিকা, ২০০৬)

10/10

জ্যাকস রুডফ (বনাম বাংলাদেশ, ২০০৩)