গর্ভবতী মহিলাদের টিকাকরণ জরুরি: ICMR

Jun 17, 2021, 10:09 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: গর্ভবতী মহিলাদের টিকাকরণ জরুরি, এমনটাই জানাল ICMR। দেশে প্রথম ঢেউয়ের তুলনায় করোনায় দ্বিতীয় ঢেউয়ে করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। ১ এপ্রিল ২০২০ থেকে ১৪ মে ২০২১ পর্যন্ত মোট ১ হাজার ৫৩০ জন গর্ভবতী  মহিলা কোভিডে আক্রান্ত হন৷ পরিসংখ্যান বলছে করোনায় আক্রান্তে ২ শতাংশের মৃত্যু পর্যন্ত হয়েছে। 

2/5

কোভিডের কারণে নিউমোনিয়া হচ্ছে অনেকের। যা মা এবং বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। এই সমীক্ষার পর আইসিএমআর থেকে জানান হচ্ছে, যত দ্রুত সম্ভব যেন করোনা টিকা নিয়ে নেন গর্ভবতী মহিলারা।  

3/5

প্রথম ঢেউয়ের তুলনায় শতাংশের বিচারে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ দ্বিতীয় ঢেউয়ে । জটিলতা তৈরির ক্ষেত্রেও প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে বেশি সংখ্যক করোনা আক্রান্ত গর্ভবতী মহিলা শারীরিক জটিলতায় ভুগছেন।

4/5

৫.৭ শতাংশ মহিলার ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা।  এই তথ্যই প্রমাণ করছে গর্ভবতী এবং সন্তান প্রসব করার পর মহিলাদের টিকাকরণ জরুরি, দাবি আইসিএমআরের।   

5/5

গর্ভবতী মহিলাদের যদি শরীরে কোনও রোগ থাকে এবং তাতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ঝুঁকি থাকতে পারে, গত সপ্তাহে তাঁদের টিকা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।