মেয়ে গর্ভবতী, বেনারসী পরিয়ে সাধ দিলেন বাবা মা, ভাইরাল ছবি

Mar 18, 2021, 16:56 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন:  কেউ পশুদের উপর চরম অত্যাচার করেন। কেউ আবার চরম আদর যত্নে লালন পালন করেন।  যাঁরা বাড়িতে কুকুর বা বিড়াল পোষে, তাঁরা অনেকেই  পোষ্যকে পরিবারের সদস্য মনে করেন। নিজের থালা থেকে খাবারের দলা তুলে দেন তাদের মুখে।   

2/5

পুজোয় নতুন জামা হোক, বা ঘুরতে নিয়ে যাওয়া, সবেতেই পরিবারের আর পাঁচটা সদস্যের মতো অংশগ্রহণ করে সে। বাড়ির ্অন্য আরেক সন্তান হয়ে ওঠে তারা। 

3/5

বাড়ির মেয়ে গর্ভবতী হলে তাঁকে নির্দিষ্ট সময়ে সাধ দেওয়া হয়। পছন্দের খাওয়ার দিয়ে নতুন শাড়ি পরিয়ে রীতিনীতি পালন করা হয়। ঠিক তেমনই বাড়ির পোষ্য কুকুরের সঙ্গে হুবহু পালন করলেন বাড়ির কর্তারা। 

4/5

সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বেনারসী পরানো হয়েছে কুকুরটিকে। 

5/5

অতি যত্নে খাওয়ানো হচ্ছে সাধ। হরেকরকম পদ সাজিয়ে তাঁকে সাধ দিয়েছে বাড়ির লোক। আগুনের তাপ, ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ করছেন বাড়ির বড়রা।