দাদার অনুগামীদের পর এবার দাদার সাথী! অন্য দাদার ছবিতে ছেয়ে মেদিনীপুর শহর। এতদিন দাদার অনুগামীদের সৌজন্যে শুভেন্দু অধিকারীর ছবি চোখে পড়েছিল শহরের রিং রোড থেকে অলিগলিতে। এবার দাদার সাথীদের সৌজন্যে রাজীব বন্দোপাধ্যায়ের হোর্ডিং। যা নিয়ে রীতিমত সরগরম জেলার রাজনৈতিক মহল।
2/9
বুধবার সকালে শহরের গান্ধী মোড়, গোলকুয়ার চক, কেরানিতলা, এলআইসি-সহ একাধিক জায়গায় চোখে পড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং।
photos
TRENDING NOW
3/9
কোথাও "কাজের মানুষ, কাছের মানুষ" বলে লেখা রয়েছে, কোথাও তাকে স্বচ্ছতার প্রতীক হিসেবে বলা হয়েছে। নীচে লেখা দাদার সাথী কোথাও লেখা দাদার পাশে আমরা।
4/9
প্রসঙ্গত, দিন কয়েক ধরেই 'বেসুরো' বনমন্ত্রী। ক্ষোভ প্রশমনে রাজীব বন্দোপাধ্যায়কে নিয়ে বৈঠকেও বসতে দেখা গিয়েছে ভোট কুশলী পি কে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। এরপর এই হোর্ডিং রীতিমত অস্বস্তিতে ফেলেছে শাসক শিবিরকে।
5/9
শুধু মেদনীপুর নয়। পাশাপাশি হাওড়া জেলার গ্রামীণে পাঁচলা এলাকায় মুম্বই রোডের ধারে রাজিব বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার পড়ল।
6/9
এর আগে একই পোস্টার চোখে পড়েছিল হাওড়া শহর এলাকায়। এবার ঘটনাস্থল হাওড়া গ্রামীণ জেলার পাঁচলা বিধানসভা এলাকার রানিহাটি পাঁচলা NH6 মুম্বই রোডে।
7/9
যদিও রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা জায়নি। পোস্টারে লেখা, 'আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে।'
8/9
কোথাও আবার লেখা, 'দাদার আবেগে আছি, থাকব,' আবার কোথাও লেখা, 'আমার দাদা একাই একশ,' 'উত্তর থেকে দক্ষিণ আর পূর্ব থেকে পশ্চিম ছড়িয়ে গেছে দাদার নাম আর থাকবে চিরদিন,' পোস্টারে সবশেষে লেখা 'আমরা দাদার অনুগামী'।
9/9
একদিকে বছর ঘুরলেই একুশের বিধানসভা ভোট। অন্যদিকে চলছে দলবদলের পালা, শুভেন্দুকে নিয়েও তরজা তুঙ্গে। পাশাপাশি এলাকায় এলাকায় পোস্টার যুদ্ধও চলছে। সবমিলিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে বাংলায়।