Babul Supriyo: 'ঝাল মুড়ি' থেকে Mamata-কে ‘মেয়েরা পরের ধন…’ কটাক্ষ, রাজনীতিক বাবুলের নানা বিতর্ক
তিনি বলেছিলেন, 'একটাই ক্লাব মোহনবাগান। একটাই দল বিজেপি।'
1/15
রাজনীতিতে ফিরলেন বাবুল
নিজস্ব প্রতিবেদন: তিনি বলেছিলেন, তাঁর একটাই ক্লাব মোহনবাগান। একটাই দল বিজেপি। কিন্তু কথায় আছে, "রাজনীতি সম্ভাবনার খেলা।" অর্থাৎ সেখানে সব কিছুই হতে পারে। 'ধনুর্ভাঙা পণ'-ও ভঙ্গ হতে পারে। যেমনটা হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) ক্ষেত্রে। রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার ঘোষণা থেকে সরে এসে এবার সরাসরি তৃণমূলের হাত ধরলেন তিনি। বিজেপি ছাড়লেন আসানসোলের সাংসদ। এই সাত বছরে নানান চড়াই উতরাইয়ের মধ্য়ে দিয়ে গিয়েছে তাঁর রাজনৈতিক জীবন।
2/15
বিমানে রামদেবের সঙ্গে সাক্ষাৎ, বিজেপিতে বাবুল
বিমান সফরে যোগগুরু বাবা রামদেবের সঙ্গে সাক্ষাৎ। বাবুল (Babul Supriyo) যোগগুরুকে বলেন, তিনি রাজনীতিতে আসতে চান। তাঁকে কি একটা লোকসভার টিকিটের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে? রাজি হন রামদেব। এরপরই ২০১৪-তে বিজেপিতে যোগদান করেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। পশ্চিমবঙ্গের আসানসোল থেকে বিজেপি প্রার্থী হন তিনি।
photos
TRENDING NOW
3/15
মন্ত্রী Babul
4/15
ঝাল মুড়ি বিতর্কে বাবুল
5/15
যাদবপুরে বিক্ষোভের মুখে বাবুল
6/15
Zee ২৪ ঘণ্টার 'Cross Fire' অনুষ্ঠানে অনুব্রত-বাবুল দ্বৈরথ
২০১৯-এর লোকসভা ভোটের আগে Zee ২৪ ঘণ্টার অনুষ্ঠান 'Cross Fire'-এ বাকবিতণ্ডায় জড়ান তৃণমূলের অনুব্রত মণ্ডল এবং বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। 'বাবুল ভোটে জিতলে রাজনীতি ছেড়ে দেবো', চ্যালেঞ্জ করেন অনুব্রত মণ্ডল। পাল্টা বাবুল সুপ্রিয় বলেন, 'আমি জিতলে ভবিষ্যৎ বাণী করার জন্য আপনি হাওড়া স্টেশনে বসবেন।'
7/15
২০১৯-এর ভোটে জয়, ফের কেন্দ্রীয় মন্ত্রী Babul
8/15
জিতেন্দ্রকে মেনে নিতে পারব না: Babul
9/15
‘মেয়েরা পরের ধন…’
২০২১-এর বিধানসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন বাবুল (Babul Supriyo)। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবির পাশে হিন্দিতে লেখা ‘আমি বাংলার মেয়ে’। এর ঠিক নিচেই অমিত শাহর (Amit Shah) ছবি। যার পাশে লেখা, “মেয়েরা পরের ধন। এবার বিদায় করে দেওয়া হবে।” এই ছবিটি নিয়েই শুরু হয় বিতর্ক। অনেকেই মহিলাদের প্রতি বিজেপি সাংসদের মনোভাবের সমালোচনা করেন। এমনকী তাঁরই দলের দুই নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায় এমন মন্তব্যের বিরোধিতা করেন। চাপের মুখে শেষমেশ পোস্টটি মুছে ফেলেন বাবুল।
10/15
টালিগঞ্জের প্রার্থী বাবুল
11/15
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা
12/15
রাজনীতি থেকে সন্ন্যাস বাবুলের
13/15
বাবুল-দিলীপ দ্বৈরথ
ফেসবুক পোস্টে দল এবং রাজনীতি ছাড়ার ঘোষণা করার পরেও বাবুল সুপ্রিয়র সিদ্ধান্তকে গুরুত্ব দেননি বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ পাল্টা কটাক্ষে তিনি বলেন, "কে রাজনীতি করবেন, কখন ছাড়বেন, তা আমি বলতে পারব না৷ মাসির গোঁফ হলে মেসো বলব না মাসি বলব আগে গোঁফ বেরোক তার পরে বলব৷" পাল্টা তোপ দাগেন বাবুলও। দিলীপের মন্তব্যকে Uncouth’ অর্থাৎ 'অমার্জিত' বলে কটাক্ষ করেন।
14/15
প্রচারে 'না' বাবুলের
photos