করোনা ভ্যাকসিন তৈরির অগ্রগতি কেমন, সোমবার ৩ প্রতিষ্ঠানের গবেষকদের সঙ্গে বৈঠকে মোদী

Nov 29, 2020, 19:58 PM IST
1/5

শনিবারই দেশের ৩ শহরের তিনটি ল্যাব ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনটি পৃথক কোম্পানি তৈরি করছে করোনা ভ্যাকসিন।

2/5

সোমবার আরও ৩ ল্যাবের ভ্যাকসিন উত্পাদনকারী টিমের সঙ্গে ভিডিয়ো কন্ফারেন্স কথা বলবেন নরেন্দ্র মোদী।  

3/5

সোমবার দেশের যে তিনটি ল্যাবের ভ্যাকসিন উত্পাদনকারী টিমের সঙ্গে কথা বলবেন সেগুলি হল জেনোভা বায়োফার্মা, বায়োলজিক্যাল ই এবং ডা রেড্ডিস।

4/5

প্রধানমন্ত্রীর দফতর থেকে রবিবার একটি টুইট করে জানান হয়েছে, 'আগামী ৩০ নভেম্বর ভিডিয়ো কন্ফারেন্সে ভ্যাকসিন উত্পাদনকারী ৩টি টিমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে তিনটি টিমের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন সেগুলি হল জেনোভা বায়োফার্মা, বায়োলজিক্যাল ই ও ডা রেড্ডিস।'

5/5

উল্লেখ্য, শনিবারই আহমেদাবাদের Zydus Cadila, হায়দরাবাদের ভারত বায়োটেক ও পুনের সেরাম ইনন্টিটিউটে করোনা ভ্যাকসিন তৈরির অগ্রগতি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন তৈরিতে ওই তিন প্রতিষ্ঠানের কাজের অগ্রগতির প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।