৫৫ মাসে ৯২ দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী, খরচ কত জানেন!

Dec 29, 2018, 16:34 PM IST
1/5

S 5

S 5

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী প্রায়শই বিদেশ সফরে যান। এনিয়ে বিরোধীদের অভিযোগ বিস্তর। গত ৫৫ মাসে তিনি মোট ৯২টি দেশ সফর করেছেন। এর মধ্যে অবশ্য একই দেশ দু’বার গিয়েছেন তিনি।

2/5

S 4

S 4

 প্রধানমন্ত্রী মোদী এখন এক রেকর্ড করার মুখে দাঁড়িয়ে। আর দু’বার বিদেশ সফর করলেই তিনি তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রেকর্ড ভেঙে ফেলবেন। দশ বছরের প্রধানমন্ত্রিত্বে তিনি মোট ৯২ বার বিদেশ সফর করেছেন।

3/5

S 3

S 3

ইন্দিরা গান্ধী ৯২টি দেশ সফর করতে সময় নিয়েছিলেন ১৫ বছর। সেখানে মোদী পাঁচ বছরেরও কম সময়ে তা করতে চলেছেন।

4/5

S 2

S 2

এখন প্রশ্ন ওই বিদেশ সফরে সরকারের কত খরচ হয়েছে? জানা যাচ্ছে ৯২টি বিদেশ সফরের জন্য খরচ হয়েছে ২,০২১ কোটি টাকা। ওই খরচের মধ্যে রয়েছে বিমানের খরচ, ভাড়া করা বিমানের খরচ ও হটলাইন যোগাযোগের খরচ। এর মধ্যে নেই হোটেলের খরচ।

5/5

s 1

s 1

২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত প্রধানমন্ত্রীদের সফরের খরচের এই হিসেব দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং। ইউপিএ-২ আমলে মনমোহন সিংয়ের ৫০টি সফরের জন্য খরচ হয়েছিল ১৩৫০ কোটি টাকা।