মাত্র ৫৯ মিনিটেই ঋণ ছোট ও মাঝারি ব্যবসায়ীদের, দীপাবলির উপহার মোদীর

Nov 02, 2018, 18:21 PM IST
1/6

দীপাবলির উপহার

DIWALI_6

দেশবাসীকে দীপাবলির একডজন উপহার দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ঘোষণায় লাভবান হবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পগুলি।

2/6

দীপাবলির উপহার

DIWALI_5

এবার থেকে মাত্র ৫৯ মিনিটেই ঋণ পাবেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। এজন্য খোলা হয়েছে একটি পোর্টালও। সেখানে নির্দিষ্ট নথিপত্র নিয়ে আবেদন করলেই মিলবে ব্যবসার ঋণ। 

3/6

দীপাবলির উপহার

DIWALI_4

দিল্লির বিজ্ঞানভবনে একটি অনুষ্ঠানে মোদী বলেন,'' মাত্র ৫৯ মিনিটের ঋণদানের প্রকল্পটি জাতিকে উতসর্গ করছি। এর ফলে লাভবান হবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরা''।    

4/6

দীপাবলির উপহার

DIWALI_3

এর পাশাপাশি রফতানি ও আমদানির ক্ষেত্রে জাহাজে পণ্য তোলার আগে ও পরে ঋণে সুদের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। 

5/6

দীপাবলির উপহার

DIWALI_2

প্রধানমন্ত্রী আরও বলেন, ''কোনও সংস্থার বার্ষিক লেনদেন ৫০০ কোটি টাকা হলে ট্রে়ড রিসিভেবল ই-ডিসকাউন্টিং সিস্টেমে থাকা বাধ্যতামূলক। এর ফলে ছোট ও মাঝারি শিল্পগুলিকে অর্থের জোগান নিয়ে বাধার মুখে পড়তে হবে না''।

6/6

দীপাবলির উপহার

DIWALI_1

সহজে ব্যবসা করা যায় এমন  দেশগুলির বিশ্বব্যাঙ্কের সূচকে ৭৭তম স্থানে উঠে এসেছে ভারত। সে কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''৪ বছর আগে আমার সরকার ক্ষমতায় ছিল না। তখন ভারত ছিল ১৪২ তম স্থানে সেখান থেকে উঠে এসেছি ৭৭-এ। বিশ্বাস করি, প্রথম পঞ্চাশে আসা বেশিদূর নেই''।