দীপাবলিতে জওয়ানদের মিষ্টিমুখ মোদীর

Nov 07, 2018, 12:19 PM IST
1/5

চলতি বছর উত্তরাখণ্ডের হর্ষিল সীমান্তে (ভারতৃচিন সীমান্ত) জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন মোদী।

2/5

নিজে হাতে জওয়ানদের মিষ্টিমুখ করান মোদী।  

3/5

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছরই জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করে আসছেন মোদী।

4/5

এর আগে সিয়াচেন, পঞ্জাব, হিমাচল প্রদেশ, গুরেজ-এ জওয়ানদের সঙ্গে দিওয়ালি কাটিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

5/5

প্রবল ঠান্ডায় দেশরক্ষার দায়িত্বে অটল থাকার জন্য হর্ষিল সীমান্তে কর্তব্যরত জওয়ানদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।