নিখিলের সঙ্গে করবা চৌথের ব্রত পালন নুসরতের

Oct 18, 2019, 18:11 PM IST
1/13

বিয়ের প্রথম বছর হাবি নিখিলের করবা চৌথের ব্রত পালন করলেন নুসরত জাহাঁ। 

2/13

করবা চৌথের ব্রত পালনের আগে হাতে মেহেন্দি করেন নুসরত, সেই ছবি পোস্ট করেছেন নিখিল।

3/13

নিখিল নিজেও নিজের হাতে করবা চৌথ উপলক্ষে ব্রত পালন করেন। 

4/13

করবা চৌথের সন্ধেয় নুসরতকে চুম্বন নিখিলের। 

5/13

ব্রত শেষে নুসরতকে নিজের হাতে খাওয়ালেন নিখিল জৈন। 

6/13

চালুনি দিয়ে চাঁদ দেখার পর স্বামী নিখিলের মুখ দেখলেন নুসরত। 

7/13

নুসরত-নিখিলের একসঙ্গে মিলে করবা চৌথের ব্রত পালন। 

8/13

জল খাইয়ে নিখিলের ব্রত ভাঙলেন নুসরত। 

9/13

জল খাইয়ে স্ত্রী নুসরতের ব্রত ভাঙলেন নিখিল। 

10/13

করবা চৌথের দিন লাল শাড়ি, চূড়া, সিঁদুরে সেজে উঠেছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহাঁ। 

11/13

নিখিলের পরনে ছিল নীল পাঞ্জাবি। 

12/13

কার্তিক মাসের প্রথম পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে ভারতীয় স্ত্রীরা করবা চৌথের ব্রত পালন করে থাকেন। একসময় যুদ্ধ করতে যাওয়া স্বামীদের মঙ্গলকামনায় এই ব্রত পালন করতেন স্ত্রীরা। পরবর্তীকালে সমস্ত স্ত্রীরাই এই করবা চৌথের ব্রত পালন করা শুরু করেন। আর এভাবেই সার্বিকভাবে এই করবা চৌথের ব্রত সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। 

13/13

করবা শব্দের অর্থ কড়াই, আর চৌথ শব্দের অর্থ চতুর্থী তিথি। আর এই দুই শব্দ মিলেই এসেছে করবা চৌথ শব্দটা। করবা চৌথের দিন নতুন কড়াই, চুরি, শাড়ি গয়না কেনেন স্ত্রীরা। এই ব্রত পালনকারীরা সাধারণত সূ্র্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খান না। সন্ধেয় নতুন শাড়ি, গয়না, মেহেন্দিতে সেজে পুরোহিতের পাঠ করা করবা চৌথের ব্রত শোনেন মহিলারা।  তারপর চালুনি দিয়ে চতুর্থী তিথির চাঁদ দেখে তবেই স্বামীর হাতে জলগ্রহণ করেন ব্রত পালনকারী স্ত্রীরা। এভাবেই দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে করবা চৌথের ব্রত। সাধারণত অবাঙালি হিন্দু মহিলাদেরই এই ব্রত পালন করতে দেখা যায়।