Oil Price Jumps: দুঃসংবাদ! উৎসবের পরেই জ্বালানি তেলের দাম আকাশ ছোঁবে! ১ লিটার পেট্রোলের দাম হবে...

Oil Price Jumps After Puja Days: ফের আন্তর্জাতিক বাজারে বাড়তে চলেছে তেলের দাম। অন্তত তেমনই ইঙ্গিত বিশ্ববাজারের।

| Oct 14, 2024, 16:49 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের আন্তর্জাতিক বাজারে বাড়তে চলেছে তেলের দাম। অন্তত তেমনই ইঙ্গিত বিশ্ববাজারের। শোনা যাচ্ছে, বাংলায় উৎসব মিটলেই নাকি তেলের দাম বাড়বে। কিছুদিন আগে জানা গিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র পুজোর মুখে আসলে অন্ধকার করে দিল বাঙালির মুখই। কীভাবে? আসলে তখনই শোনা গিয়েছিল, বাড়তে চলেছে জ্বালানি তেলের দাম।

1/6

ইজরায়েল-ইরান

ইজরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে মধ‌্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। এরই জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছিল। 

2/6

মধ্যপ্রাচ্যে অশান্তি

মধ্যপ্রাচ্যে বর্তমান অশান্ত পরিস্থিতির জেরে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাতেই এই দাম বেড়েছে বলে মনে করা হচ্ছিল। এখনও কারণটা মোটামুটি তাই। 

3/6

আশঙ্কা

এই কারণে ভারতের বাজারেও পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। অক্টোবরের প্রথম দিকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল।

4/6

মার্কিন বাজার

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭০.১১ ডলারে উঠেছিল। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি উঠে এসেছিল ৭৪.৮৪ ডলারে। টেক কোম্পানিগুলির শেয়ারের দরও এর জেরে অনেকটা পড়েছিল।

5/6

৭৯ ডলার

পেট্রোলের ব্যারেল প্রতি অ্যাভারেজ ইন্টারন্যাশানাল প্রাইস এখন ৭৬ ডলার, তা হবে ৭৯ ডলারের মতো।

6/6

২৬০ টাকা

আমেরিকান ডলারে প্রতি ব্যারেল এইচএসডি'র দাম এখন ৮০.৫০। তা হবে ৮৭.৫০ আমেরিকান ডলার। টাকায় হিসেব করলে বলতে হয়-- বিশ্ববাজারে পেট্রোলের এখনকার দাম ২৪৭ টাকা, তা হবে ২৫২ টাকা; হাই স্পিড ডিজেল বা এইচএসডি'র এখনকার দাম চলছে ২৪৬ টাকা, তা হবে ২৫৯ টাকা।