২১ বার দাম বাড়ল petrol-diesel-র, কলকাতায় হাঁকাতে চলছে সেঞ্চুরি

Jun 07, 2021, 10:45 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: আবার বাড়ল petrol এবং diesel-র দাম। ক্রমশ দিনের পর দিন দাম বেড়ে চলেছে। কারর মতে দাম যখন ভারতবর্ষে বাড়বে তাহলে একধাক্কায় বাড়িয়ে দিলেই হয়! নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কেন্দ্রের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। তাই রোজ দফায় দফায় বাড়ছে পেট্রোপণ্যের দাম। প্রত্যেকদিনই ২৫ নয় ২৭-২৮ পয়সা বেড়ে আজ দেশে সেঞ্চুরি হাঁকাতে চলছে পেট্রোল ডিজেলের দাম। 

2/5

দেশে একাধিক শহরে, জেলায় পেট্রোল লিটার প্রতি বিক্রি হচ্ছে প্রায় ৯৫ টাকা দরে। ৭ জুন সকালে বাজার খুলতে Oil Marketing Companies (OMCs) জানিয়েছে, দেশ জুড়ে ২৭ থেকে ২৮ পয়সা বাড়ানো হল  petrol and diesel prices। 

3/5

প্রসঙ্গত, এই নিয়ে টানা ২১ দিন ধরে বাড়ল petrol এবং diesel দাম। নির্বাচনের ফলাফলে পর থেকেই শুরু  হয়েছে ক্রমশ জ্বালানির দাম বৃদ্ধি। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাজারের দাম। 

4/5

বেশ কিছু শহরে আগেই পেট্রোল ডিজেলের দাম ১০০ পার করে গিয়েছে। মুম্বইতে পেট্রোলের দাম লিটার পিছু ১০১.৪৭ টাকা। ডিজেলের দাম ৯৩.৬৪ টাকা। ডিজেলের দাম বৃদ্ধি আরও বেশি করে প্রভাব ফেলছে নিত্য প্রয়োজনীয় জিনিসে। কারণ অধিকাংশ লরি চলে ডিজেলে। 

5/5

কলকাতায় নতুন করে দাম বৃদ্ধি হয়ে পেট্রোলের দাম এখন লিটার প্রতি ৯৫ টাকা ৩৪ পয়সা। ডিজেলের দাম যাচ্ছে ৮৯ টাকা ১২ পয়সা।