জল নামতেই জালে সরপুঁটি, মরলা, কই; আনন্দে মাতোয়ারা জলবন্দি ঘাটালবাসি

Aug 30, 2020, 18:44 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: জল নামছে। বাড়ছে রোগের প্রকোপের আশঙ্কা। এরই মধ্যে মাছ ধরার আনন্দে মেতেছেন ঘাটালের বাসিন্দারা। বেশ কয়েকদিন টানা বর্ষনের জেরে ঘাটাল ব্লকের কমপক্ষে ৮০ গ্রাম প্লাবিত হয়ে যায়। জলের নিচে থাকে ঘাটাল শহরে একাংশ।

2/5

এ কদিন কার্যত জলবন্দি ছিলেন ঘাটালের বাসিন্দারা। যাতায়াতের একমাত্র সম্বল ছিল নৌকা। এখনও কোথাও কোথাও জলস্তর না নামায় নৌকায় যাতায়াত করছেন অনেক মানুষ। তবে, যেখানে জল নেমেছে, মাছ ধরার হিড়িক চোখে পড়ার মতো।

3/5

ঘাটাল  পৌর এলাকার জালের দোকান গুলিতে জাল কিনতে হুড়ো হুড়ি পড়েছে।  হঠাৎ করে বন্যা পরিস্থিতি তৈরি হলে বিভিন্ন জায়গার থেকে  জমে থাকা মাছ ছড়িয়ে পড়েছে চারিদিকে। আর তাই মাছ ধরার আনন্দে মাতোয়ারা বন্যা কবলিত ঘাটালবাসি।

4/5

ঘাটাল বাজার জুড়ে জাল কিনতে ভিড় লাগিয়েছে মানুষ। নিঃশ্বাস ফেলার সময় নেই দোকানদারদের। সরপুঁটি, গাঁথি, মৌরলা,কই গাঁথি, মাথা ঘুরানি জালের এখন গুরুত্ব আলাদা । তবে তুলনামূলকভাবে দাম কম হওয়ায় বিক্রির নিরিখে গাঁথি জালের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। 

5/5

ঘাটাল পোস্তাবাজার-এক জাল ব্যবসায়ী সঞ্জয় চক্রবর্তী বলেন, সারা বছর টুকটাক জালের চাহিদা থাকলেও এই বন্যার সময় হঠাৎ করেই জালের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। কিছু কিছু জালের জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। এককথায় জল যন্ত্রণার মাঝে এখন মাছ ধরায় ব্যস্ত ঘাটালের বাসিন্দারা।