'বলিউড গ্যাং' নিয়ে মুখ খুলেছেন এ আর রহমান, শুনে কী বলছেন নেটিজেনরা?

Jul 25, 2020, 22:35 PM IST
1/12

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে 'স্বজনপোষণ', 'বলিউড গ্য়াং' নিয়ে সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত সহ আরও অনেকেই। তবে কঙ্গনার এই দাবিতে কেউ কেউ এমনও রয়েছেন যাঁরা বাঁকা নজরে দেখেছেন। কেউ কেউ দাবি করেছেন কঙ্গনা নিজের প্রচারের জন্যই এসব কথা বলছেন। তবে এবার 'বলিউড গ্যাং', অর্থাৎ দলবাজি নিয়ে সরব হয়েছেন খোদ এ আর রহমানের মতো ব্যক্তিত্ব।

2/12

সম্প্রতি Radio Mirchi-কে একটি সাক্ষাৎকার দেন অস্কার বিজেতা এই শিল্পী। তিনি বলেন, ''কোনও ভালো ছবি হলে, আমি কখনও সেটায় না বলি না। তবে আমি মনে করি, এখানে একটা গ্যাং রয়েছে, যাঁরা এই ভুলবোঝাবুঝির কারণ, তাঁরাই আমার সম্পর্কে গুজব ছড়াচ্ছে।''

3/12

এ আর রহমানের কথায়, ''যখন মুকেশ ছাবরা আমার কাছে এসেছিল, আমি ওনাকে দুদিনের মধ্যে গান তৈরি করে দিয়েছিলাম।'' মুকেশ আমায় বলেছিলেন, ''স্যার আমাকে অনেকেই বলছেন ওনার কাছে যাবেন না, আদপে কিছুই পাবেন না। অনেক আপনার সম্পর্কে অনেক গল্পও শুনিয়েছিল।''

4/12

এ আর রহমানের কথায়, ''আমি মুকেশ ছাবরার মুখে এই কথা শুনে আসল বিষয়টা বুঝতে পারলাম, বুঝলাম যে কেন আমি এখন কম কাজ পাই। কেন ভালো ছবিতে সঙ্গীত পরিচালনার প্রস্তাব আর আমার কাছে আসে না। গ্যাংয়ের চক্রান্তে কিছু ডার্ক ছবির কাজ আমায় বেছে নিতে হয়েছে। তবে আমি কখনও ওদের বুঝতে দিই নি, যে ওরা আমার ক্ষতি করছে।''

5/12

খ্যতনামা এই সঙ্গীতশিল্পী আরও বলেন, ''মানুষজন আমার কাছে অনেককিছু প্রত্যাশা করে। তবে গ্যাং আমায় সেই সব কাজ করতেই দেয় না। তবে ঠিক আছে, আমি ভাগ্য বিশ্বাস করি। আমি বিশ্বাস করি সবকিছুই ঈশ্বরের কাছ থেকে আসে। তবে আমি এখন বিভিন্ন ছবির কাজ করছি। তবে আমি সকলকে বলছি ভালো ভালো ছবি বানান। কেউ যদি ভালো কিছু বানান, তাহলে সবসময় আমার কাছে স্বাগত।''

6/12

  যে সঙ্গীতশিল্পীর সুরের মূর্ছনায় গোটা বিশ্বের সঙ্গীতপ্রেমীদের মধ্যে মুগ্ধতা ছড়িয়ে পড়ে। যিনি কেবলই শিল্প, মিউজিক ছাড়া কোনওদিনই কারোর সঙ্গে বিবাদে জড়ান না, তাঁর মুখে বি-টাউনের 'গ্যাং'বাজি নিয়ে এমন কথা শুনে অবাক হয়েছেন অনেকেই। অস্কারজয়ী সঙ্গীত শিল্পীর বক্তব্যের পর টুইটারে উঠে এসেছে বিভিন্ন প্রতিক্রিয়া।

7/12

এক ব্যক্তি লিখেছেন, ''এতদিন অনেকে বলছিলেন কঙ্গনা রানাওয়াত নিজের প্রচারের জন্য এইসব বলছেন। এখন দেখুন এ আর রহমানের মতো ব্যক্তিত্বও একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যেটা সুশান্তের সঙ্গে হয়েছিল, আর যেটা নিয়ে কঙ্গনা সরব হয়েছেন। ''

8/12

একজন লিখেছেন, ''সত্যিই অবিশ্বাস্য, এ আর রহমানের সঙ্গেও...'' ওই ব্যক্তি এ আর রহমানের উদ্দেশ্যে লিখেছেন, ''আপনি বলেছেন, ভাগ্য ও ঈশ্বরের প্রতি আপনার ভরসা আছে, আমরাও আপনার সঙ্গে আছি।''

9/12

কেউ আবার রহমানের উদ্দেশ্যে লিখেছেন, ''স্যার, আমি আপনার ভক্ত, আমি আপনার বলিউড, টলিউড সব অ্যালবামই শুনেছি। আমরা সবসময়ই আপনার তৈরি সেই সব মিউজিক শুনবো যেগুলি হৃদয় ছুঁয়ে যায়। যাঁরা আপনার বিরুদ্ধে দল পাকাচ্ছে, তারা নিজেদেরই ক্ষতি করছে। ''

10/12

এক ব্যক্তি লিখেছেন, ''এ আর রহমানের মতো প্রতিভাবান মানুষ, যিনি অত্যন্ত নম্র, কোনওদিনই কোনও বিতর্ক জড়ান না, তাঁর এমন মন্তব্য বলিউডের বর্তমান পরিস্থিতিকে চিনিয়ে দেয়, এটা আদপে শিল্পের ক্ষতি। এ আর রহমান যেখানেই থাকুন, উনি উজ্জ্বলই থাকবেন।''

11/12

আরও এক ব্যক্তি লিখেছেন, ''এক ব্যক্তি যিনি অস্কার জিতেছেন, তাঁকে কিনা প্রতিভাহীন কিছু লোকজনের টার্গেট হতে হবে। ওনার এই কথা অনেক কিছুই বুঝিয়ে দেয়।''

12/12

আরও এক ব্যক্তি লিখেছেন, ''সত্যিই বিশ্বাস করা যাচ্ছে না, এ আর রহমানের মত মিউজিকের জগতের কিংবদন্তিদেরও টার্গেট হতে হবে! এটা কল্পনারও অতীত... ''