''জিভার জন্মের সময় ধোনি কাছে ছিল না'', কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিতর্ক

Nov 10, 2020, 17:49 PM IST
1/5

জানুয়ারিতে বাবা হবেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে থাকবে। কোহলি তাই অ্যাডিলেড টেস্ট খেলে দেশে ফেরার জন্য বিসিসিআইয়ের কাছে আর্জি জানিয়েছিলেন। যাতে ওই সময় তিনি স্ত্রী অনুষ্কার পাশে থাকতে পারেন। বোর্ড কোহলিকে সেই অনুমতি দিয়েছে।

2/5

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, ধোনি কিন্তু মেয়ে জিভার জন্মের সময় কাছে থাকতে পারেননি। সেই সময় তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন। আর এখানেই ধোনি স্পেশাল।

3/5

অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় জিভার জন্ম হয়। সেই সময় ধোনি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। সাংবাদিকরা ধোনিকে প্রশ্ন করেছিলেন, এমন গুরুত্বপূর্ণ সময় তিনি স্ত্রী ও মেয়ের পাশে থাকতে পারছেন না বলে খারাপ লাগছে কি না!‌ ধোনি বলেছিলেন, ‘‌আমি এখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। বিশ্বকাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাকি সব কিছুর জন্য সময় পড়ে রয়েছে।’‌’‌   

4/5

অনেকেই ধোনির উদাহরণ টেনে কোহলিকে পিতৃত্বকালীন ছুটি নিয়ে থোঁচা দিচ্ছেন। তবে কেউ কেউ আবার কোহলিকে সমর্থন জানিয়েছেন। তাঁদের দাবি, গুরুত্বপূর্ণ সময় স্ত্রীর পাশে থাকতে চেয়েছেন কোহলি। এতে কোনও ভুল নেই।  

5/5

আইপিএলের পরই ভারতীয় দলের ক্রিকেটারর উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। টানা চার মাস ক্রিকেটাররা বাড়ির বাইরে থাকবেন। দীর্ঘ সময় থাকতে হবে বায়ো বাবল-এ। এই নিয়েও প্রশ্ন তুলেছিলেন কোহলি। তিনি এবার থেকে সিরিজ ছোট করার দাবি তুলেছিলেন।