'বাজি ছাড়াই হোক আলোর উৎসব' অভিনব বার্তা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের

Nov 14, 2020, 10:22 AM IST
1/4

করোনা পরিস্থিতিতে এবারের দীপাবলি অন্যরকম। এবছরের দীপাবলি শুধুই আলোর উৎসব। আতসবাজি ছাড়াই দীপাবলি উদযাপনের বার্তা সর্বত্র।

2/4

বাজি না ফাটাতে অভিনব কর্মসূচি নিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। করোনা জনিত শ্বাসকষ্ট প্রতিরোধে সচেতন নাগরিকের ভূমিকা পালন করার বার্তা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের।

3/4

'বাজি ধরব না' কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, অধ্যাপক প্রদীপ মহাপাত্র, অধ্যাপক তপন সাহা, অধ্যাপক শ্যামল চক্রবর্তী প্রমুখ।

4/4

কোনও রকম আতসবাজি ছাড়াই দীপাবলি উদযাপনের জন্য বিভিন্ন সচেতনতামূলক পোস্টার উদ্বোধন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।