গলি থেকে রাজপথে... কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা যশস্বী মুম্বইয়ের রাস্তায় ফুচকা বিক্রি করতেন!

Oct 17, 2019, 16:51 PM IST
1/5

বুধবার বিজয় হাজারে ট্রফিতে বেঙ্গালুরুতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৫৪ বলে ২০৩ রান করে রেকর্ড গড়েন মুম্বইয়ের যশস্বী জসওয়াল।

2/5

১৭ বছর ২৯২ দিন বয়সে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেন যশস্বী । বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির একদিনের ক্রিকেটে দ্বিশতরান করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন তিনি।  

3/5

মুম্বই নয়, যশস্বীর বাড়ি আসলে উত্তরপ্রদেশের ভদোহিতে। গরীব পরিবারের ছেলে ক্রিকেটের টানে চলে যান মুম্বইয়ে।

4/5

মুম্বইয়ে পৌঁছে আজাদ হিন্দ ময়দানের নানা ক্লাব তাঁবুতে রাত কাটত যশস্বীর।  

5/5

ক্রিকেট খেলার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে বাধ্য হয়ে রাতে ফুচকা বিক্রি করতে বাধ্য হয় যশস্বী। এমনকী দিনের বেলায় যারা তার সঙ্গে খেলত তারাই রাতে যশস্বীর কাছে ফুচকা খেত।