বৃষ্টির ভ্রুকূটি উপেক্ষা করে সপ্তমীতে প্যান্ডেলমুখী উত্সবমুখর বাঙালি!

| Oct 05, 2019, 19:56 PM IST
1/6

Durga Puja

Durga Puja

আকাশ বাতাস পুজোর গন্ধে ভরপুর। ঢাকের বাদ্যিতে দুর্গোৎসবে মাতোয়ারা কলকাতাবাসী।

2/6

Durga Puja

Durga Puja

এ দিকে বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না! ষষ্ঠির পর সপ্তমীর সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির হয়েছে জেলায় জেলায়।

3/6

Durga Puja

Durga Puja

বঙ্গোপসাগর থেকে আর্দ্রবাতাস প্রবেশের ফলে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। যার দোসর হয়েছে তাপমাত্রা। দক্ষিনবঙ্গের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা ৩০ ডিগ্রি ছুঁই ছুঁই।

4/6

Durga Puja

Durga Puja

কিন্তু সব কিছুকে হেলায় উপেক্ষা করে প্যান্ডেলমুখী হয়েছেন হাজার হাজার উত্সবমুখর বাঙালি। কচিকাঁচা থেকে বড়রা— সকলেই ভিড় করেছেন প্যান্ডেলে প্যান্ডেলে।

5/6

Durga Puja

Durga Puja

মহানগরীর রাস্তায় তাই দর্শনার্থীর ঢল। নতুন জামাকাপড় পরা থেকে খাওয়াদাওয়া, আড্ডা, প্যান্ডেল হপিং সবই চলছে পুরোদমে।

6/6

Durga Puja

Durga Puja

দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হতে পারে অষ্টমীর ভোরে। অষ্টমীর দুপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। কিন্তু বৃষ্টির ভ্রুকূটি সত্ত্বেও উত্সবের আনন্দে, উত্সাহে যে একটুও ভাঁটা পড়েনি, তার প্রমাণ প্যান্ডেলে প্যান্ডেলে জমা আট থেকে আশির ভিড়।